Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে পলিথিন ব্যবহারের দায়ে ভ্রাম্যমান আদালতে দুইজনের কারাদন্ড

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ৪:১৫ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহারের অপরাধে দুইজনকে সাতদিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার আরামনগর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হল- মনোহারি দোকানদার সাতপোয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে জিনাত আলী (২০) ও বানিয়াজান গ্রামের আব্দুল হালিম (২২)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার করায় পরিবেশ সংরক্ষন আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬ (ক) ধারা অনুযায়ী তাদের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ