Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সবাই মিলে সবার ঢাকা গড়ে তুলি’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বিলাসবহুল গাড়িতে চড়া অনেকেই গাড়ির গ্লাস খুলে রাস্তায় ময়লা ফেলেন। যে মাটিতে মুক্তিযুদ্ধের শহীদেরা ঘুমিয়ে আছেন, বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে আছেন, সেই মাটিতে ময়লা ফেলা নির্লজ্জ জাতি বলেই সম্ভব। এখনই সময় আমরা সচেতন হয়ে সবাই মিলে সবার ঢাকা গড়ে তুলি।
গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত প্রায় ৩০ লাখ প্লাস্টিক বোতলের এক ভিন্ন রকম প্রদর্শনী আয়োজন করা হয়। রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এ প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিডি ক্লিন সংগঠন এ প্রদর্শনীর আয়োজন করে।
আতিকুল ইসলাম বলেন, আমরা যারা দামি দামি গাড়িতে চড়ি তারাই আবার গাড়ির গ্লাস খুলে রাস্তায় ফেলি। এ মাটিতে ৩০ লাখ শহীদ ঘুমিয়ে আছেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে আছেন। এ মাটিতে কীভাবে আমরা ময়েলা ফেলি? নির্লজ্জ জাতি বলেই সম্ভব। প্লাস্টিক বর্জ্য এর ভয়াবহতা তুলে ধরে আতিকুল ইসলাম বলেন, একটি প্লাস্টিক বোতল ডিকম্পজ হতে ৪৫০ বছর সময় লাগে। এখন পৃথিবীতে প্রায় নয় দশমিক ছয় বিলিয়ন টন পাস্টিক বর্জ্য আছে। ২০৩০ সাল নাগাদ সাগরে মাছের থেকে প্লাস্টিক বর্জ্য বেশি হবে। বিডি ক্লিন এর প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, পানি সম্পদ মন্ত্রণায়ের সচিব কবির বিন আনোয়ার, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই প্রমুখ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ