Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘স্টার ওয়ার্স’-এর সব পর্বে আছেন অ্যান্থনি ড্যানিয়েল্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

‘স্টার ওয়ার্স’ সিরিজের ৪২ বছরের ইতিহাসে অনেক অভিনয়শিল্পী এসেছেন গিয়েছেন। সব পর্বে আছেন শুধু একজন, তিনি হলেন অ্যান্থনি ড্যানিয়েল্স। শুধু এই সিরিজের সব ফিল্মে সিরিজ ভিত্তিক স্পিন-অফ, টিভি শো এবং ভিডিও গেমেও তিনি অংশ নিয়েছেন। তবে তার আসল চেহারায় তাকে কখনও দেখা যায়নি। ড্রয়েড সি-থ্রিপিও’র ভেতরের মানুষটিই হলেন তিনি। ‘স্কাইওয়াকার সাগা’ নামের ‘স্টার ওয়ার্স’ সিরিজের নয়টি ফিল্মেই আছেন ড্যানিয়েল্স। সর্বশেষ পর্ব ‘স্টার ওয়ার্স : রাইজ অফ স্কাইওয়াকার’-এ কাজ করার জন্য তাকে ডাকা হলে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন : “ আমি বিশ্বাস করতে পারিনি। অবশেষে সি-থ্রিপিও সি-থ্রিপিও হয়ে ফিরছে। এবার তার প্রয়োজনীয়তা আছে। আবার সে সক্রিয়ভাবে থাকবে। দলের সদস্য হয়ে। প্রথম পর্বের পর সি-থ্রিপিও আর এমন পূর্ণ জীবন যাপন করেনি। জেজে অ্যাব্রামস আর ক্রিস টেরিও তাকে এমন রূপে লিখেছে বলে আমি রোমাঞ্চিত। আর আমার সময়ও কেটেছি দারুণ।” সি-থ্রিপিও কখনও প্রধান চরিত্র নয়। সে সরাসরি কোনও কাজ করে না বরং অন্যের কথায় কাজ করে। এবার সে পো, ফিন, রে আর চিউইর সঙ্গে দল বেঁধে এক অ্যাডভেঞ্চারে যাচ্ছে। পো সবসময় সি-থ্রিপিওর সঙ্গে বিরোধে জড়ায়, তবে পো ভালমানুষ বলে সি-থ্রিপিও গায়ে মাখে না। আমি আর অস্কার (আইজাক) এ নিয়ে রিহার্সালের সময় অনেক হাসাহাসি করেছি। ‘স্টার ওয়ার্স : রাইজ অফ স্কাইওয়াকার’ এখন নির্মাণ পর্যায়ে আছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ