প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ব্যান্ডপ্রেমীদের জন্য দারুণ খবর! আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা রক ফেস্ট ২০১৯। বাংলা ব্যান্ড মিউজিক ফ্যানদের জন্য এই ফেস্টিভ্যাল নিয়ে আসছে গান-বাংলা টিভি, বাংলালিংক, আয়োজনে রয়েছে স্কাই ট্র্যাকার লি. এবং পি আর পার্টনার হিসেবে রয়েছে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।
পুরো বছর জুড়ে নানা রকম আয়োজন থাকার কারণে বাংলাদেশী মিউজিক ফ্যানদের জন্য এই বছরটি দারুণ একটি সময় ছিল। ঢাকা রক ফেস্ট এই বছরটিকে দারুণ একটি বিদায় দেবার জন্য আয়োজন করা হয়েছে। ফেস্ট এর লাইন-আপে রয়েছে নেমেসিস, আর্বোভাইরাস, অ্যাভয়েডরাফা, পাওয়ারসার্জ, বে অফ বেঙ্গল, ট্রেইনরেক, ওন্ড, কনক্লুশন এবং সিন।
ঢাকার বসুন্ধরার আইসিসিবি এক্সপো জোনে এবছর ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা রক ফেস্ট। দুপুর ১২টায় গেট খুলবে, অনুষ্ঠান চলবে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত। টিকেটের দাম ২০০ টাকা। ২২ ডিসেম্বর থেকে টিকেট পাওয়া যাবে এখানে- িি.িংযড়যড়ু.পড়স/বাবহঃং/
ঢাকা রক ফেস্টের সহযোগী আয়োজক হিসেবে আছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড। বাংলালিংক দেশের তরুণদের চাহিদার কথা মাথায় রেখে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও পৃষ্ঠপোষকতা করে আসছে। ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় ধারা এই রক কনসার্টে যুক্ত থাকার পাশাপাশি বাংলালিংক সামনে রক মিউজিক কে আরো জনপ্রিয় করার জন্য কাজ করে যাবে।
ঢাকা রকফেষ্ট ২০১৯ আয়োজন স¤পর্কে আয়োজক প্রতিষ্ঠান স্কাই ট্র্যাকারের সিইও দোজা এলান বলেন, ব্যান্ড সংগীতের অন্যতম ধারা হলো রক মিউজিক। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অসম্ভব জনপ্রিয় রক মিউজিক। দেশে প্রচুর কনসার্ট হলেও রক কনসার্ট, বিশেষ করে তরুণ ব্যান্ডদের নিয়ে রক কনসার্ট খুবই কম হয়। তরুণদের দীর্ঘদিনের চাহিদা মাথায় রেখেই এই কনসার্টটি আয়োজন করা হয়েছে। ঢাকা রক ফেস্ট থেকে আগামীতে নিয়মিত রক কনসার্ট আয়োজন করা হবে।
স্কাই ট্র্যাকার দেশের অন্যতম প্রধান ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন শীর্ষ কর্পোরেটদের ইভেন্ট ম্যানেজমেন্টের পাশাপাশি স্কাই ট্র্যাকার কনসার্ট আয়োজন করে থাকে। সম্প্রতি স্কাই ট্র্যাকার বামবা লাইভ চ্যাপ্টার ওয়ান, কনসার্ট ফর অর্টিজম এওযারনেস, ফুয়াদ লাইভ ইন ঢাকা কনসার্ট আয়োজন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।