বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পৌষের শীতের দাপট কিছুটা কমে এসেছে। এখনও কুয়াশাচ্ছন্ন রয়েছে অনেক এলাকা। আজ সোমবার দেশের অধিকাংশ জেলায় দিন ও রাতের তাপমাত্রা সার্বিকভাবে বেড়ে গেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১০.২ ডিগ্রি সেলসিয়াস।
রোববার যশোরে পারদ নেমে যায় ৯ ডিগ্রীতে, আজ সেখানে বেড়ে দাঁড়ায় ১১.৬ ডিগ্রি সে.। আজ ঢাকায় সর্বনিম্ন পারদ ১৪.২, চট্টগ্রামে ১৪.৪, রাজশাহীতে ১২.৮, রংপুরে ১২.২, খুলনায় ১৩.৫ ডিগ্রি সে.।
তবে মাঝারি থেকে ঘন কুয়াশা, আংশিক মেঘলা আকাশ, বাতাসে ধূলোবালি ধোঁয়ার সাথে কুয়াশার মিশ্রণ এবং বাতাসে আর্দ্রতার হার (৯৩ শতাংশ) অত্যধিক বেশি রয়েছে। এসব কারণে তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্য কিরণ ও রোদের তেজ মাটিতে পড়ছে কম হারে। এতে করে কনকনে ঠাণ্ডা হাওয়া বয়ে যাচ্ছে।
তবে গত কয়েক দিনের চেয়ে দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। জনজীবনে এসেছে খানিকটা স্বস্তি।
আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. বৃদ্ধি পাচ্ছে। রাতের তাপমাত্রাও কিছুটা বেড়ে যেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।