Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে মাওলা হত্যা মামলায় গ্রেফতার ৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

রূপগঞ্জে প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাওলা হত্যা মামলায় আরো ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাওলা হত্যার পর তার ছিনতাই হওয়া অটো উদ্ধার করা হয়। শনিবার রাতে নরসিংদীর মাধবদী শেখেরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলÑ ভোলাব এলাকার বিল্লাল মিয়ার ছেলে সোহেল, একই এলাকার বিল্লাল মিয়ার ছেলে জালাল, মাধবদী শেখেরটেক এলাকার সফরউদ্দিনের ছেলে জয়নাল মিয়া, বাদশা মিয়ার ছেলে বাবু মিয়া, হানিফার ছেলে ইউনুছ মিয়া।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, নিহত মাওলার সাথে তারাইল এলাকার লিটনের মেয়ে স্থানীয় মাদরাসার শিক্ষার্থী লামিয়ার সাথে প্রেম ছিল। মাওলারই বন্ধু তারাইল এলাকার নাছিমও লামিয়াকে ভালবাসতো। নাছিম লামিয়ার জীবন থেকে মাওলাকে সরে যেতে হুমকি দেয়। এরই জের ধরে নাছিম ও তার সহযোগীরা গত ১৩ নভেম্বর মাওলাকে হত্যা করে। হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ