Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইদলিব ছাড়ছে হাজার হাজার মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

রাশিয়া সমর্থিত আসাদ সরকারের অব্যাহত বোমা হামলার মুখে সিরিয়ার ইদলিব প্রদেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। এর ফলে চলতি শীত মৌসুমে ওই এলাকায় নতুন করে মানবিক সংকট তৈরি হচ্ছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন। জাতিসংঘের পর্যবেক্ষকরা জানিয়েছেন, ভয়াবহ বোমা হামলা অব্যাহত থাকায় ২৪ ঘন্টায় অন্তত ১৮ হাজার লোক ইদলিব ছেড়ে পালিয়েছে। শুক্রবার সকালে অন্তত সাত জন নিহত হয়েছে বোমা হামলায়। এর আগের দিন বৃহস্পতিবার নিহত হয় ১৯ বেসামরিক নাগরিক। সিরিয়ার রেসপন্স কোঅর্ডিনেশন গ্রুপ জানিয়েছে, গত পাঁচ দিনে অন্তত ৮০ হাজার সিরীয় পালিয়ে তুরস্ক সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়েছে। ওই এলাকায় ইতোমধ্যে প্রায় ১০ লাখ সিরীয় শরণার্থী বাস করছে। গত বছরের সেপ্টেম্বরে ইদলিবকে যুদ্ধ প্রশমিত এলাকা রূপান্তরে ঐক্যমতে পৌঁছেছিল তুরস্ক ও সিরিয়া। তবে এরপরও আসাদ সরকারের বাহিনী ওই এলাকায় হামলা অব্যাহত রাখে। এ পর্যন্ত হামলায় এক হাজার ৩০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। সিরিয়া থেকে এক প্রতিনিধি ডনকে জানিয়েছেন, সরকার ও বিদ্রোহী পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও হামলা পাল্টা হামলা শুরু হলে পাশের এলাকাগুলোতে বসবাসরত মানুষজন বাড়ি ছেড়ে পালাতে শুরু করেন। ইয়াসির ইব্রাহিম নামের এক বাসিন্দা বলেন, হামলা শুরু হলে পরিবারকে নিয়ে একটি জলপাই গাছের নিচে রাত কাটিয়েছেন তিনি। তিনি আরও বলেন, ‘শত শত বিমান মারেত আল-নুমানে হামলা চালায়। পরিস্থিতি খুব খারাপ।’ ইদলিব প্রদেশ আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি সশস্ত্র গোষ্ঠী দখল করে রেখেছে। নিজেদের নিয়ন্ত্রণে না থাকা শেষ এই অঞ্চলের নিয়ন্ত্রণ পেতে রাশিয়ার সহায়তায় গত এপ্রিলে সিরিয়ার সরকারি বাহিনী হামলা শুরু করলে ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সবশেষ বড় ঘাঁটি বলে পরিচিত মারেত আল-নুমান। ২০১১ সালে প্রেসিডেন্ট বাশারবিরোধী যে বিক্ষোভ শুরু হয় তা দমনে সরকার বলপ্রয়োগ করলে পরিস্থিতি গৃহযুদ্ধে রূপ নেয়। আট বছরের এই গৃহযুদ্ধে ৩ লাখ ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বলে দাবি বিভিন্ন মানবাধিকার সংস্থার। আল-জাজিরা, ডন অনলাইন।



 

Show all comments
  • jack ali ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০৯ পিএম says : 0
    O' Allah destroy Russian's and Asad's barbarian army. Ameeen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ