Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনডোর-সিসিএস’র জয়

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : কলাবাগান ক্রীড়াচক্র আয়োজিত ‘ইফতেখার উদ্দিন আহমেদ মেমোরিয়াল’ অনূর্ধŸ-১৩ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল জয় পেয়েছে ইনডোর ক্রিকেট একাডেমি ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। কলাবাগান মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে অংকুর ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়েছে ইনডোর ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট করে অংকুর ৪ উইকেটে ১৬৭ রান করে। আল মামুন ইফাত দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন। জবাবে ৪ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান করে ইনডোর ক্রিকেট একাডেমি। ৬০ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন বিজয়ী দলের ইবনে আহমেদ। দিনের অপর ম্যাচে ইয়ং ট্যালেন্ট ক্রিকেট একাডেমিকে ৭ উইকেটে হারায় সিসিএস। প্রথমে ব্যাট করে ১৭.৪ ওভারে ৬৬ রানে অলআউট হয়ে যায় ইয়ং ট্যালেন্ট। জবাবে মাত্র ১১.১ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় (৬৮) সিসিএস।

অ-১৯ বিশ্বকাপ পয়েন্ট টেবিল
গ্রæপ ‘এ’
দল ম্যাচ জয় হার ড্র পয়েন্ট নেরারে
নামিবিয়া ২ ২ ০ ০ ৪ +১.৬০৩
বাংলাদেশ ২ ২ ০ ০ ৪ +১.৫৭০
দ. আফ্রিকা ২ ০ ২ ০ ০ Ñ০.৮৭৪
স্কটল্যান্ড ২ ০ ২ ০ ০ Ñ২.৪৯০
গ্রæপ ‘বি’
শ্রীলঙ্কা ২ ২ ০ ০ ৪ +২.২৯০
পাকিস্তান ২ ২ ০ ০ ৪ +১.২৩২
আফগানিস্তান ২ ০ ২ ০ ০ Ñ১.০৭০
কানাডা ২ ০ ২ ০ ০ Ñ২.৪৮০
গ্রæপ ‘সি’
ইংল্যান্ড ৩ ৩ ০ ০ ৬ +৬.২৬০
উইন্ডিজ ২ ১ ১ ০ ২ +২.০১০
জিম্বাবুয়ে ২ ১ ১ ০ ২ Ñ০.১৬০
ফিজি ৩ ০ ৩ ০ ০ Ñ৫.১৫০
গ্রæপ ‘ডি’
ভারত ২ ২ ০ ০ ৪ +১.৯৯০
নেপাল ২ ২ ০ ০ ৪ +১.৫৩১
নিউজিল্যান্ড ২ ০ ২ ০ ০ Ñ১.৫২০
আয়ারল্যান্ড ২ ০ ২ ০ ০ Ñ২.০৯৮

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইনডোর-সিসিএস’র জয়

১ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ