Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ধানের পড়তি দামে দিশেহারা কৃষক

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম


 ডিসেম্বর মাস ব্যাংক ক্লোজিং এর অজুহাতে ধানের দাম ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে ব্যবসায়ীরা। আমন মৌসুমেও ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক।
কৃষকরা বলছেন, প্রতিদিন মনপ্রতি ধানের দাম কমছে ১০/২০ টাকায়। বিরামপুরসহ বিভিন্ন এলাকায় সরকারী ভাবে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার লটারী হলেও হাজার হাজার কৃষকের ভাগ্যে জোটেনি আমন ধানের লটারী টিকিটি। এ উপজেলায় ৩৪ হাজার কৃষকের মধ্যে মাত্র ১৮শ কৃষক লটারিতে জয়ী হয়।সরকারী ধান কেনার কোন প্রভাব পড়েনি ধানের বাজারে। ভাগ্যবান লটারির কৃষক খুঁজে পাওয়া দুষ্কর।
ভাগ্যবান কৃষকরা ধান দেয়ার বিভিন্ন ঝামেলার অজুহাতে ২/৩ হাজার টাকাতে ভর্তুকি কার্ড ফড়িয়া দালালদের কাছে বিক্রি করছেন। তারাই মুলত সরকারী গোডাউনে ধান সরবরাহ করছেন। চাহিদার তুলনায় অপ্রতুল লটারিতে কৃষকের কোন উপকারে আসেনি। কারন হিসাবে তারা বলছেন আবাদ করে প্রতি মৌসুমে লস হলে কি করে ধান চাষ করা যাবে। বাজারে আমন ধানের দাম কমতির পথে ১৫ দিনের ব্যবধানে বাজারে মোটা গুটিস্বর্ণা, স্বর্ণা-৫, সম্পাকাটারি, কাটারি-৩৪ ধান (প্রতিমন) দেড়শ টাকা কমেছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ