গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সরকারি দল আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দল বেঁধে প্রবেশ করেছেন কাউন্সিলররা। আগামী তিন বছরের জন্য দলের নেতৃত্ব নির্বাচন করবেন তারা।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে কাউন্সিল অধিবেশন শুরু হয়। শুরুতেই অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইদিনব্যাপী এই জাতীয় সম্মেলনের শুভ উদ্বোধন করেন।
সম্মেলনের শেষ পর্যায়ে সারা দেশ থেকে আসা দলটির ৭ হাজার কাউন্সিলর ভোটের মাধ্যমে নতুন কমিটির নেতৃত্ব নির্বাচন করবেন।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রধান গেইট দিয়ে কাউন্সিলর ও ডেলিগেটিরা ভেতরে প্রবেশ করেন।
এদিকে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতোও রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র্যাবের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।