Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবিতে মহাসমাবেশে বক্তারা

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

‘বিশ্ববিদ্যালয়ে ইউজিসির হস্তক্ষেপ সম্পূর্ণরূপে অবৈধ’
রাবি রিপোর্টার : বিশ^বিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে তার নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। ’৭৩ এর অ্যাক্ট অনুযায়ী বিশ^বিদ্যালয়ের অফিসারদের চাকরির বয়সসীমা ৬২ বছর। এটা বিশ^বিদ্যালয় সিন্ডিকেটের মাধ্যমে এই আইন পাস করা। এখানে ইউজিসির হস্তক্ষেপ সম্পূর্ণরুপে অবৈধ। কারণ বাংলাদেশে একসাথে দ্বৈতনীতি চলতে পারে না। চাকরির বয়সসীমায় ইউজিসির হস্তক্ষেপের প্রতিবাদে শনিবার বেলা ১১টায় রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবনের পশ্চিম চত্বরে আন্তঃবিশ^বিদ্যালয় অফিসার্স সমিতি কর্তৃক আয়োজিত মহাসমাবেশে বক্তারা এসব কথা বলেন। এ সময় বক্তারা ইউজিসির এই হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে তাদের চাকরির বয়সসীমা ৬২ বহাল রেখে ৬৫ করার দাবি জানান।
সমাবেশে রাজশাহী বিশ^বিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি ড. মাসিউল আলম হোসেন বাবুর সভাপতিত্বে এবং রুয়েট অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিবের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আন্তঃবিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের প্রধান উপদেষ্টা ডা. এ টি এম আব্দুল হান্নান, বিশেষ অতিথি রুয়েট অফিসার্স সমিতির সভাপতি মো. শাহ নেওয়াজ সরকার সেডু, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল, ইসলামী বিশ^বিদ্যালয় অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক আহসানুল হক।
অন্যান্যের মধ্যে এ সময় বক্তব্য রাখেন, রাবি অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক একেএম নজরুল ইসলাম শেলী, রুয়েট অফিসার্স সমিতির সংস্কৃতিক সম্পাদক একেএম আনওয়ারুল ইসলাম, রাবি অফিসার্স সমিতির অর্থ হিসাব দপ্তরের সম্পাদক কাজী মামুন রানা প্রমুখ। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত রাবি ও রুয়েট অফিসার কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিন ঘণ্টা ধরে সমাবেশ চলে।
শিক্ষক হত্যার প্রতিবাদে শোক র‌্যালি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকে প্রতিবাদে শোক র‌্যালি করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টায় বিভাগের সামনে থেকে শোক র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুকুল মঞ্চে এসে মিলিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবিতে মহাসমাবেশে বক্তারা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ