Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিষিদ্ধই হতে হলো সনজিতকে

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার থেকে : দক্ষিণ আফ্রিকা অনূর্ধŸ-১৯ দলকে ৪৩ রানে হারিয়ে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ যুবারা যখন সেলফি তোলায় ব্যস্ত, ঠিক সে সময়ে ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাবরয় টিম ম্যানেজার এএসএম ফারুককে। দিলেন দুঃসংবাদ। অফ স্পিনার সনজিত সাহার বোলিং অ্যাকশন ত্রুুটিপূর্ণ, ইংলিশ আম্পায়ার রবিনসন এবং ভারতের আম্পায়ার সামছুদ্দিন এমন রিপোর্টই নাকি দিয়েছেন ম্যাচ রেফারিকে! গত ২৭ জানুয়ারি সনজিতের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করার খবর পেয়ে এ ক’দিন উৎকণ্ঠায় কাটছে অনূর্ধŸ-১৯ দলের। গত ১ বছর ধরে যে ছেলেটি অনূর্ধ্ব-১৯ দলে নিয়মিত, অনূর্ধŸ-১৯ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিং (৬/১৯) যে ছেলেটির, গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওই কৃতীর পর এবং এ মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট (৫/২১)Ñ সেই সনজিত সাহার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার ৩ দিনের মাথায় এই অফ স্পিনারের বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করল আইসিসি।
আইসিসির একটি বিশেষজ্ঞ প্যানেলকে সঞ্জিতের বোলিংয়ের ভিডিও পাঠানো হয়েছিল, সেই ভিডিও ক্লিপিংস বিশ্লেষণ করে গত পরশু রাতে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে সনজিতের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হয়েছে। গত পরশু রাত ১২টায় এ দুঃসংবাদ পেয়েছেন অনূর্ধŸ-১৯ দলের কোচ মিজানুর রহমান বাবুল। রিপোর্টটি আইসিসি থেকে বিসিবি হয়ে এসেছে বাবুলের কানেÑ ‘কখন ওর রিপোর্ট আসে, সে পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে।’ নিষিদ্ধ হওয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ হয়ে গেল সনজিত সাহার। দলে তার বিকল্প খেলোয়াড় নিতে হচ্ছে তাই। রিপ্লেসমেন্ট চেয়ে নির্বাচকদের কাছে মৌখিক আবেদনও করেছে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি কক্সবাজার থেকে ঢাকায় সনজিতকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে টিম ম্যানেজমেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষিদ্ধই হতে হলো সনজিতকে

১ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ