Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোলিং অ্যাকশন সংশোধনে মিনি ল্যাব

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

তাসকিন-আরাফাত সানির বোলিং পুনঃপরীক্ষা হোম সিরিজের আগেই
বিশেষ সংবাদদাতা
সর্বশেষ টি-২০ বিশ্বকাপে তাসকিন, আরাফাত সানি বোলিং অ্যাকশনে রিপোর্টেড হয়ে ল্যাবরেটরি পরীক্ষায় অবৈধ বোলিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়ায় বড় ধরনের ধাক্কা খেয়েছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের বোলারদের খুঁজে বের করতে আম্পায়ারদের নির্দেশ দিয়েছে বিসিবি। বিসিবি’র পরিচালনা পরিষদের সর্বশেষ সভায় বোলিং অ্যাকশন রিভিউ কমিটি হয়েছে গঠিত। এই কমিটির কাজ শুরু হচ্ছে ঈদুল ফিতরের পর। সদ্য সমাপ্ত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে যেসব ক্রিকেটারদের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ পোষণ করেছেন, সেই ১৪ ক্রিকেটারকে নিয়ে কাজ শুরু হবে বোলিং রিভিউ কমিটি। এ তথ্য দিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং বোলিং রিভিউ কমিটির প্রধান জালাল ইউনুসÑ‘মঙ্গলবার সভায় বসে ঠিক করব আমরা কোন পদ্ধতিতে কাজ করব। অন্তত ১৩-১৪ জন বোলার এবারের লিগে রিপোর্টেড হয়েছে। ঈদের পর ওদের নিয়ে আমরা কাজ শুরু করব। ওদের বোলিং অ্যাকশন দেখার জন্য নেটে ডাকব।’
বোলিং রিভিউর জন্য বিদেশী বিশেষজ্ঞ আনার পরিকল্পনার কথা জানিয়েছেন কমিটি প্রধানÑ‘বোলিং অ্যাকশন রিভিউয়ে সত্যি বলতে আমরা তেমন অভিজ্ঞ নই। প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ আনব আমরা। আমাদের সময় প্রয়োজন, কারণ এই কাজে প্রযুক্তির সহায়তাও জরুরি।’ প্রযুক্তির সহায়তা ছাড়া ত্রুটিপূর্ণ অ্যাকশন ধরা সম্ভব নয়। সে কারণেই সংক্ষিপ্ত পরিসরের একটি ল্যাব প্রতিষ্ঠায় বিসিবির পরিকল্পনার কথাও জানিয়েছেন জালাল ইউনুসÑ‘আইসিসি অনুমোদিত ল্যাবের সুবিধা আছে, এমন ল্যাব স্থাপন করা অত্যন্ত ব্যয়বহুল। আমরা স্বল্প খরচে সীমিত আকারে ল্যাব স্থাপন করার কথা ভাবছি। টেকনিক্যাল সহায়তার জন্য আইসিসিকে অনুরোধ জানিয়েছি। কার্ডিফ থেকে সাময়িকভাবে একজন বিশেষজ্ঞ আনার ভাবনাও আছে আমাদের।’
সদ্য সমাপ্ত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে যে সব ক্রিকেটারদের চিহ্নিত করা হয়েছে, তাদের বোলিং ভিডিও হাতে নেই বিসিবি’র। আসছে মওশুমে ঘরোয়া ক্রিকেটের শীর্ষস্থানীয় আসরগুলোতে প্রযুক্তির সহায়তা নিয়ে চাকার শনাক্ত করতে চায় বিসিবি। এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন জালাল ইউনুসÑ‘আগামী মৌসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে যতটা সম্ভব ম্যাচে চারটি করে ক্যামেরা থাকবে আমাদের। প্রযুক্তি দিয়েই বোলারদের অ্যাকশন যাচাই করব আমরা, খালি চোখে নয়।’
এদিকে টি-২০ বিশ্বকাপে তাসকিন,আরাফাত অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হওয়ায় তাদের ত্রুটিপূর্ণ অ্যাকশন সংশোধন করে পুনরায় ল্যাবরেটরি পরীক্ষার মুখোমুখি করার যে উদ্যোগ নেয়ার কথা ছিল, সেই উদ্যোগ বিলম্বিত হচ্ছে। বোলিং কোচের দায়িত্ব হিথ স্ট্রিক ছেড়ে দেয়ায় তাসকিনকে নিয়ে তেমন অগ্রগতির খবর নেই। শুধু তাই নয়, বাঁ হাতি স্পিনার আরাফাত সানির ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন সারিয়ে ফেলার উদ্যোগও তেমন চোখে পড়েনি। সদ্য সমাপ্ত প্রিমিয়ার ডিভিশনে যে ১৪ ক্রিকেটারের বোলিং অ্যাকশন সংশোধনে রিভিউ কমিটি ডাকছে, ওই তালিকায় নেই তাসকিন,আরাফাত সানি। বাংলাদেশ ক্রিকেট দলের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা এখন নেই বলে তাসকিন,আরাফাত সানিকে নিয়ে উদ্বিগ্ন নন জালাল ইউনুস। আগামী অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে তাদের বোলিং অ্যাকশন পুন:পরীক্ষায় আইসিসি নির্দেশিত ল্যাবরেটরিতে পাঠানোর পরিকল্পনা বিসিবি’র, এমনটাই জানিয়েছেন বোলিং রিভিউ কমিটি প্রধানÑ‘আরাফাত সানি ও তাসকিন আহমেদকে নিয়ে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট কাজ করছে। তাদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ঢাকা প্রিমিয়ার লিগে তাদের বোলিং অ্যাকশনের ভিডিও কিছুদিনের মধ্যেই পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যদি ইতিবাচক কিছু পাওয়া যায় তাহলে বাংলাদেশের পরবর্তী সিরিজের আগেই তাদের দ্বিতীয়বার পরীক্ষার জন্যে পাঠানো হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোলিং অ্যাকশন সংশোধনে মিনি ল্যাব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ