Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পথশিশুদের জন্মনিন্ধন ও অধিকার সংরক্ষনে ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ৭:২৬ পিএম

কারিতাস ঢাকা অঞ্চলের বাস্তবায়নে পথশিশুদের উন্নয়নে কারিতাস ড্রীম প্রকল্পের উদ্যোগে পথশিশুদের জন্মনিন্ধন ও অধিকার সংরক্ষনে প্রশাসন, মিডিয়া ও কমিউনিটির ভূমিকা র্শীষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৯ ডিসেম্বর) মোহাম্মদপুর থানার সভা কক্ষে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সভায় মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুল আলীমের সভাপতিত্বে ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয়-৬ এর মোহাম্মদপুর থানার সমাজ সেবা কর্মকর্তা এ কে শহীদুজ্জামান, মোহাম্মদপুর থানা শিক্ষা অফিসার জেসমিন আক্তার, মোহাম্মদপুর থানার মহিলা ও শিশু বিষয়ক সাব-ইনেস্পেক্টর নিশাত জাহান, এ এস আই হাবিবুর রহমান, জেসমিন বেগম, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল এস এ মান্নান মনির, হা-মীম মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, চাইল্ড হ্যাভেন্ড ইন্টা. স্কুলের প্রধান শিক্ষক এম এম ইউসুফ রেজা, পোলি-ষ্টার স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেক, সচেতন তরুন সমাজের সভাপতি এড. মো. জসিম উদ্দিন সহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের নেতারা। বক্তারা বলেন, দিন দিন পথশিশুর সংখ্যা বেড়ে চলেছে এবং তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। বিপদাপন্ন শিশুদের ঝুঁকি হ্রাসের জন্য সুবিধা বঞ্চিত পথশিশুরে জন্মনিবন্ধনের আওতায় আনতে হবে এবং তাদের শিক্ষা গ্রহণ এবং বিভিন্ন ট্রেডে ভর্তির সুযোগের মাধ্যমে মূল ¯্রােতধারায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। বক্তরা বলেন, পথশিশুদের জন্মনিবন্ধনের আওতায় আনার বিষয়ে প্রশাসন, মিডিয়া ও কমিউনিটি ঐক্যবন্ধ ভাবে ভূমিকা পালন করতে হবে এবং তাদের সমস্যার বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে যাতে করে সমস্যা সমাধানের মাধ্যমে পথশিশুরা যাতে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। ক্যাম্পেইনে ২ জন প্রতিবন্ধিদের চলাচল উপযোগি উপকরন বিতরন করা হয়।



 

Show all comments
  • মোঃসারোয়ার জাহান ৩০ এপ্রিল, ২০২০, ৯:৫৭ পিএম says : 0
    চাকরির জন্য লাগবে
    Total Reply(0) Reply
  • মোঃসারোয়ার জাহান ৩০ এপ্রিল, ২০২০, ৯:৫৮ পিএম says : 0
    চাকরির জন্য লাগবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যাম্পেইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ