Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের আগে ক্রিকেটারদের বকেয়া দেয়ার উদ্যোগ বিসিবি’র

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ক্রিকেটারদের সম্মানীর লাগাম টেনে ধরতে ক্লাবসমূহের দাবিতে প্লেয়ার্স বাই চয়েজে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ক্রিকেটারদের দল-বদল সম্পন্ন করেও বিপাকে পড়েছে বিসিবি। তিন কিস্তিতে ৩০, ৩০ এবং ৪০ শতাংশ হারে ক্রিকেটারদের পেমেন্ট বুঝিয়ে দেয়ার যে শর্ত ক্লাবগুলোকে দিয়েছিল বিসিবি, সে শর্ত মানেনি ৪ ক্লাব। যেখানে ৮টি ক্লাব বিসিবি’র শর্ত মেনে ইতোমধ্যে ৬০ শতাংশ পেমেন্ট করেছে, সেখানে সিসিএস, ভিক্টোরিয়া, কলাবাগান একাডেমী এবং ব্রাদার্স ক্রিকেটারদের এই পরিমাণ পেমেন্ট করেনি। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ সম্পন্ন হওয়ার ৪৫ দিনের মধ্যে ক্রিকেটারদের শতভাগ পেমেন্ট বুঝিয়ে দেয়ার শর্ত পালন নিয়ে এখন বড় ধরনের শংকা তৈরি হয়েছে। পেমেন্টের দিক থেকে সবচেয়ে কম পরিশোধ করেছে সিসিএস। সিসিডিএম’র দেয়া তথ্য অনুযায়ী ক্রিকেটারদের পেমেন্ট মাত্র ৮ শতাংশ করেছে ক্লাবটি। ভিক্টোরিয়া এবং সিসিএস’র ক্রিকেটাররা বিসিবিতে এসে করেছে নালিশ। ক্লাবগুলোকে ক্রিকেটারদের মোট পাওয়ার ৬০ শতাংশ বুঝিয়ে দিতে গত ১৯ জুন যে আলটিমেটাম দিয়েছিলেন বিসিবি সভাপতি, সেই আলটিমেটাম মানেনি ৪টি ক্লাব। ফলে গ্যারান্টার বিসিবি হওয়ায় বিপিএলের মতো ক্রিকেটারদের বকেয়া টাকা বিসিবি’র তহবিল থেকে দিতে চাইছে বিসিবি। মানবিক সহায়তার হাত প্রশস্ত করতে ক্লাবের অনাদায়ী টাকার একাংশ ঈদ উল ফিতরের আগে ক্রিকেটারদের বুঝিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। সিইও নিজামউদ্দিন চৌধুরী এ তথ্য দিয়েছেনÑ‘সবগুলো ক্লাব এবং খেলোয়াড়দের সঙ্গে আমরা যোগাযোগ করছি। কোন ক্লাবের কতো বকেয়া আছে তা অডিট করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার চেষ্টা করবো। ইতোমধ্যে কয়েকটা ক্লাব আমাদের সাথে যোগাযোগ করেছে এবং দুই একটা ক্লাব কমিটমেন্ট অনুযায়ী পেমেন্টও করে দিয়েছে। যে ক্লাবগুলোতে খেলোয়াড়দের পেমেন্ট বাকি আছে সে সমস্ত ক্লাবের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি বিষয়টি সমাধান করতে। দেখি ঈদের আগে ক্রিকেটারদের একটা পেমেন্ট দেয়া যায় কি না। ’
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে দিতে টাল-বাহানা করছে যে সব ক্লাব, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান বিসিবি’র। তা মনে করিয়ে দিয়েছেন বিসিবি সিইওÑ‘ বোর্ড এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। সভাপতি মহোদয় ইতিমধ্যে এ ব্যাপারে বলেছেন। সেই অবস্থান থেকেই বলছি, যদি পেমেন্ট ঠিক মতো না হয় বোর্ড যে কোনো শক্ত অবস্থানে চলে যাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদের আগে ক্রিকেটারদের বকেয়া দেয়ার উদ্যোগ বিসিবি’র
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ