Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাই-অলটিচুড-ড্রোন বানাতে যাচ্ছে পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ৭:৪১ পিএম

পাকিস্তানের বেসরকারি মালিকানাধীন কোম্পানি ইনটিগ্রেটেড ডিনামিক্স গত ১৭-২১ নভেম্বর অনুষ্ঠিত দুবাই এয়ার শো’তে যে সৌরশক্তি চালিত ড্রোন উপস্থাপন করেছে তার আড়ালে নিজস্ব ধরনের হাই-অলটিচুড-স্যাটেলাইট (এইচএপিএস) প্লাটফর্মেরই উন্নয়ন ঘটাচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রডাক্ট পোর্টফলিওতে প্রথম এইচএপিএস ড্রোনের নাম দেয়া হয়েছে সোলারিস। এর অপারেশনাল রেঞ্জ দৃষ্টিসীমার মধ্যে (এলওএস) ২০০ কিলোমিটার, যা ১০০০ কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণযোগ্য। এটা ৬ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অপারেট করা যাবে।

স্বল্পমূল্যের বেসামরিক ড্রোন হিসেবে বাজারজাত করা সোলারিসের ওজন ১৩ কেজির মতো এবং এটি ২৪ ঘন্টা বাতাসে পরিচালনা করা যায়। এর দাম ১ লাখ ডলারের মতো বলে জানা গেছে। ড্রোনটির বাতাসে ভেসে থাকার মেয়াদ চার দিন পর্যন্ত বৃদ্ধি করতে কাজ করছে ইনটিগ্রেটেড ডিনামিক্স। তবে কবে নাগাদ এই সংস্করণটি পাওয়া যেতে পার তা জানা জায়নি।

ইনটিগ্রেটেড ডিনামিক্স স্ট্রাটস নামে আরেকটি প্রকল্প নিয়ে কাজ করছে, যা আরো বড় আকারের ড্রোন, ২২ কিলোমিটার উচ্চতায় উঠে একবারে ৪ মাস পর্যন্ত বায়ুমণ্ডলে অবস্থান করতে পারবে। স্ট্রাটস ১২ কিলোগ্রাম পর্যন্ত পেলোড বহন করতে পারবে।

এইচএপিএস হলো সুনির্দিষ্ট কিছু অ্যাপ্লিকেশনের জন্য স্বল্পমূল্যে স্যাটেলাইটের বিকল্প প্রদান। বিশেষ করে হাই-অল্টিচুড কমিউনিকেশন্স রিপিটার ও সার্ভেইল্যান্স এসেট হিসেবে কাজ করে এগুলো।

ড্রোনকে বাতাসে ভাসিয়ে রাখতে বিশ্বের শীর্ষস্থানীয় যে কয়েকটি দেশ এইচএপিএস ডিজাইন করছে সেগুলোতে সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে। তবে এই শক্তি ড্রোনের মধ্যে থাকা সরঞ্জাম পর্যন্ত বিস্তৃত কিনা তা স্পষ্ট নয়।

এইচএপিএস ড্রোনের সর্বপ্রথম নমুনা হলো জেফির, যা ডিজাইন করেছে এয়ারবাস ডিফেন্স এন্ড স্পেস (এয়ারবাস ডিএস)। জেফির ছিলো কুইন্টিকিউ’র প্রকল্প, যা ২০১৩ সালে এয়ারবাস ডিএস-এর কাছে বিক্রি করে দেয়া হয়। ধারণা করা হয় যে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রণালয় জেফিরকে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে ব্যবহার করবে।

পাকিস্তানি কোম্পানির সোলারিস এবং স্ট্রাটস কর্মসূচি প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সরকারের চাহিদা অনুযায়ী নেয়া হয়েছে কিনা স্পষ্ট নয়। তবে, ইনটিগ্রেটেড ডিনামিক্স যদি স্বাধীনভাবে এই কর্মসূচি নিয়ে থাকে তাহলে তা দেশটির বেসরকারি খাতগুলোর সক্ষমতাকেই তুলে ধরছে। সূত্র: এসএএস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ