Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিলম্বে ভারতের নাগরিকত্ব আইন বাতিল করতে হবে

বিক্ষোভ সমাবেশে জাতীয় ইমাম সমাজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

অবিলম্বে ভারতের নাগরিকত্ব আইন (কালো আইন) বাতিল করতে হবে। অন্যথায় ভারত খান খান হয়ে যাবে। ভারতের মুসলমানদের নাগরিক অধিকার রক্ষায় বাংলাদেশের মুসলমানরা তাদের পাশে থাকবে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর চকবাজার শাহী জামে মসজিদের সামনে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে ভারতের মুসলমানদের বিরুদ্ধের নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

রাজধানীর চকবাজার হতে মিছিলটি আরম্ভ হয়ে লালবাগ শাহী মসজিদ চত্তর প্রদক্ষিণ করে গোর এ শহীদ মাজার চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন, মুসলিম বিরোধী ভ্রান্ত হিন্দুত্ববাদী এ আইন ভারতের সংবিধান বিরোধী এবং ভারতের আপামর জনসাধারণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল।

বক্তারা বলেন এই আইনকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। মুসলমানসহ প্রতিবাদী জনগণের ওপর বর্বরোচিত নির্যাত নিপীড়ন চলছে। ভারতের এই কালো আইনের বিরুদ্ধে হিউম্যান রাইটস ওয়াচ ও জাতিসংঘ থেকে নিন্দা জানানো হয়েছে। একটি ষড়যন্ত্রকারী মহল অভিশপ্ত নাগরিকত্ব আইন এর মাধ্যমে ভারতকে খন্ড খন্ড করার ষড়যন্ত্র করছে।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসোইন আল ফিরোজির সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মুফতী মিনহাজ উদ্দিন, মাওলানা তসলিম, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা শামসুল হক ও মাওলানা হেদায়েত উল্যাহ গাজী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ