Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা সর্বাধিক -জাতীয় ইমাম সমাজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ৫:৫৩ পিএম

ইসরাইল মার্কিণসহ বিশ্বের ইসলাম বিরোধী শক্তিসমূহ মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বর্তমান এ কঠিন সময়েও মুসলমানরা ঐক্যবদ্ধ নয়। এ পরিস্থিতিতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র পথ হলো ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে পূর্ণাঙ্গ কুরআন সুন্নাহর আদর্শ প্রতিষ্ঠা করা। মুসলিম ঐক্যে ফাটল ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে ইমাম সমাজ ও ওলামায়ে কেরামকে। তবে এ দায়িত্ব পালনে রাষ্ট্র, প্রশাসন, সাংবাদিকসহ সকল শ্রেণি ও পেশার মুসলমানদের এগিয়ে আসতে হবে। গতকাল জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে বিশ্ব মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় আর্ন্তজাতিক ইমাম সম্মেলন বাস্তবায়নে ইমামদের করনীয় শীর্ষক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ এর উদ্যোগে বিশ্ব মুসলিম ঐক্য গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক ইমাম সম্মেলন-২০১৯ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বক্তারা বলেন, ইমাম খতিবদের অধিকার সুসংহত করতে ইমাম সমাজকে শক্তিশালী করতে হবে। সংগঠনের লক্ষ অর্জনে ইমাম খতিবগণকে সঠিক ঈমান ও আকিদা ধারণ করে কুরআন ও সুন্নাহ অনুযায়ি পরিপূর্ণ আমলে অভ্যস্থ হতে হবে।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুদ্দীন লাহোরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, মহাচিব মুফতী মিনহাজ উদ্দিন, মাওলানা আহলুল্লাহ ওয়াসেল, মুফতি খালেদ মোশাররফ, মাওলানা তাসলিম আহমদ, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা জোবায়ের আহমদ কাসেমী, মাওলানা শহিদুল আনোয়ার, মাওলানা হামিদুল হক, মাওলানা শামসুল হক, মাওলানা আব্দুল হক, মাওলানা রহমতুল্লাহ, মাওলানা মাহফুজ, মাওলানা মিযানুর রহমান, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা আব্দুল গনী, মাওলানা আহসান উল্লাহ, মাওলানা আইয়ুব, মাওলানা আমজাদ, মাওলানা কামরুজ্জামান, মাওলানা ইলিয়াছ হামিদী, মাওলানা জিয়া আহমদী প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ