Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় বিজ্ঞান জাদুঘরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিজয় দিবস-২০১৯

শেকৃবি প্রতিনিধি : | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল (মঙ্গলবার) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধ বিষয়ক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুর¯কার বিতরণী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘কয়েকবছর আগে শিশুরা যেসকল সুযোগ সুবিধা পাইনি এখনকার শিশুরা তা পাচ্ছো । এই অনুকূল পরিবেশে তোমাদেরকে ভালোভাবে গড়ে উঠতে হবে। তোমাদের মেধা ও প্রতিভা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে উজ্জীবিত হতে হবে। সোনার বাংলা গড়তে হলে পড়াশুনা করতে হবে।’ একই সঙ্গে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অভিভাবকদের মন শিশুদের মত হতে হবে। শিশুদের মনন ও চেতনা ধারণ করতে হবে।’

রাজধানীর ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬শতাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ে শ্রেষ্ঠ চিত্রাঙ্কনের জন্য ১৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৩ জন বিজয়ী আয়শা মাহজীন খান তানিশা (ক্যাপস্টিন স্কুল); মোঃ শাহাদাৎ হোসেন (সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল); ও নুরুল আফতাব (এ.বি.সি ইন্টারন্যাশনাল স্কুল)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির পরিচালক ড. এম এ মাজেদ। অনুষ্ঠানকালে শত শত শিক্ষার্থীর পদচারণায় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এলাকা মুখরিত হয়ে উঠে। বিজ্ঞান জাদুঘরের ইতিহাসে এটিই সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী ও শিক্ষার্থীর অংশগ্রহণে একটি সফল অনুষ্ঠান বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কয়েকজন কর্মকর্তা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাদুঘর

১৫ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ