Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিবেকের সঙ্গে আপোস করে কোনো কিছুই করা সম্ভব নয় : ডা. কনক কান্তি বড়ুয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ৬:১২ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, বিবেকের সঙ্গে আপোস করে কোনো কিছুই করা সম্ভব নয়। যুক্তিযুক্ত ও ন্যায়সঙ্গত বিষয় হলে তা বিবেচনা করা যায়। বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির যুক্তিযুক্ত ও ন্যায়সঙ্গত দাবিগুলো বাস্তবায়নে যতটুকু সম্ভব সহায়তা করা হবে। ভিসি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্পাত কঠিন মনোবল ও সঠিক সিদ্ধান্তের জন্যই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে দুই শত মেডিক্যাল অফিসার নিয়োগ দেওয়া সম্ভব হয়েছে। বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রনায়ক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আর কারও তুলনা হবে না। তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে, চাকুরী প্রাপ্তি বা পদোন্নতি লাভের আশায় অনেকেই সরকারি দলের নাম ব্যবহার করেন। এমনকি নিজেকে জাতির জনকের সৈনিক বলেও দাবি করেন। কিন্তু যথাযথ দায়িত্বপালনের সময় তাদের আর দলের কথা, নিয়মকানুনের কথা, জাতির জনকের আদর্শের কথা স্মরণে থাকে না। আবার কোনো কোনো ব্যক্তি দলের নাম ব্যবহার করে দুর্নীতিও করেন। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, চিকিৎসাসেবা প্রদান ও গবেষণাসহ চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের সময় আমরা যেন জাতির জনকের আদর্শকে মেনে চলার চেষ্টা করি এবং তাঁর বাণীসমূহ স্মরণে রাখি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভিসি এসব কথা বলেন।

গুরুত্বপূর্ণ ওই সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডা. মো. শহীদুল্লাহ সিকদার, ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. গাজী শামীম হাসান, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি প্রফেসর ডা. মো. আবুল কাসেম, বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. এ কে এম আজিজুল হক, মহাসচিব প্রফেসর ডা. মো. মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনাসহ সার্বিক দায়িত্ব পালন করেন ডেন্টাল অনুষদের মেডিক্যাল অফিসার ও ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ আবিদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএমএমইউ

৫ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ