Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুষ নেয়ার অভিযোগে রুশ গভর্নর গ্রেফতার

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চার লাখ ইউরো ঘুষ হিসেবে নেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাশিয়ার কিরভ অঞ্চলের গভর্নর নিকিতা বেলায়েখকে। মস্কোর একটি রেস্তোরাঁয় অর্থ গ্রহণের সময় তাকে হাতেনাতে ধরে রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটি (এসকেআর)। বিবিসি জানায়, নিকিতা বেলায়েখ ক্রেমলিন সরকারকে পছন্দ করত না। সে দীর্ঘদিন রাশিয়ার ডানপন্থী ইউনিয়নকে নেতৃত্ব দিয়েছে। তার দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই আটকের ঘটনা শতভাগ রাজনৈতিক। এদিকে এসকে আর তাদের ওয়েবসাইটে জানায়, নিকিতা বেলায়েখকে হাতেনাতে অর্থ নেয়ার সময় আটক করা হয়েছে। এ বিষয়ে তার দলের সমর্থকদের দাবি সঠিক নয় বলে জানায় তারা। এই লেখার পাশাপাশি সেখানে একশ মূল্যে ইউরোর কয়েকটি বান্ডিলসহ রেস্টুরেন্টে বসে থাকা নিকিতার ছবি প্রকাশ করে তারা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘুষ নেয়ার অভিযোগে রুশ গভর্নর গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ