মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনী সদ্য অনুমোদিত নতুন আইনের অধ্যাদেশে সরাসরি প্রথম তালিবান অবস্থানে বিমান হামলা চালিয়েছে। গত শুক্রবার পেন্টাগন এ খবর জানায়। চলতি মাসে প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন বাহিনীর তালিবানের বিরুদ্ধে হামলা করার ক্ষমতা ঘোষণা করে। ফলে মার্কিন সেনাদের আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতার পাশাপাশি সরাসরি তালিবানের বিরুদ্ধে আক্রমণ করা তাদের জন্য সহজ হয়। পেন্টাগনের প্রেস সচিব পিটার কুক বলেন, নতুন অধ্যাদেশে তালিবানদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সৈন্য। তবে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কোন এলাকায় হামলা চালিয়েছে বা হামলায় হতাহত সম্পর্কে বিস্তারিত কিছু জানান নি। মার্কিন বাহিনী ২০১৫ সাল থেকে শুধুমাত্র তালিবানের হামলা থেকে নিজেদের আত্মরক্ষা করত এবং আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে তালিবানের বিরুদ্ধে হামলার ব্যাপারে পরামর্শ দিত। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।