মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গণতন্ত্র বিরোধীরা এই জন্যই বলে, সংখ্যাগরিষ্ঠ জনমত সব সময় সঠিক সিদ্ধান্ত দেয় না। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ঘটনাটিও মনে হয় সেই ধারণাকেই সত্য প্রমাণ করলো। গণভোটের ফলাফল যখন জোট ছাড়ার পক্ষে ও বিপক্ষে যথাক্রমে ৫২ শতাংশ আর ৪৮ শতাংশ ঘোষণা করা হয় এর কয়েক ঘণ্টা পরই অনেক ব্রিটিশকে টিভি ক্যামেরার সামনে বলতে শোনা গেছে, আরেকবার গণভোটের সুযোগ থাকলে তারা জোটে থাকার পক্ষে ভোট দিতেন। কেন এই উপলব্ধি? ফল ঘোষণার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মুদ্রবাজারে পাউন্ডের ১০ শতাংশ দরপতন হয়েছে। এই বিপর্যয় ব্রিটিশরা গত ৩১ বছরে দেখেনি। শেয়ারবাজারেও নেমেছে ধস। সামনে বড় ধরনের মূল্যস্ফীতির আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি আগে অনুমান করতে পারলে জোটে থাকার পক্ষেই ভোট দিতেন বলে এখন আফসোস করছে অনেক ব্রিটিশ। তার মানে কি এটাই দাঁড়ায় যে, অনেকেই কিছু না বুঝেই ভোট দিয়েছেন। হয়তো নেতাদের গরম বক্তৃতায় প্রভাবিত হয়েছেন অনেকে। বিষয়টি বিচার-বিশ্লেষণ করে দেখার আর প্রয়োজন মনে করেননি। বহু মানুষ যে না বুঝেই ভোট দিয়েছে বলে ধারণা করা হচ্ছিল সেটার কিন্তু প্রমাণ মিলছে গুগলে। গুগল ট্রেন্ড-এ দেখা যাচ্ছে, ফলাফল ঘোষণার প্রায় আট ঘণ্টা পর বহু ব্রিটিশ এমন কিছু মৌলিক প্রশ্নের উত্তর সার্চ করছেন যে তাতে স্পষ্ট তিনি ভোট দিয়েছেন কোনো কিছু না বুঝেই। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।