Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

এথেন্সে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গ্রিসের ঐতিহ্যবাহী শহর এথেন্সের খ্যাতি বিশ্বজোড়া। পাশ্চাত্য সভ্যতা আর গণতন্ত্রের সূতিকাগার হিসেবে পরিচিত এথেন্স বিশ্বের অন্যতম প্রাচীন নগরী। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই শহরে কোনো মসজিদ নেই। কার্যত, এথেন্স হচ্ছে ইউরোপের একমাত্র গুরুত্বপূর্ণ শহর যেখানে কোনো মসজিদ তৈরি করতে দেয়া হয়নি। গ্রিসের মুসলিম নেতৃবৃন্দ গত শুক্রবার বলেছেন, মুসলিমদের ধর্মকর্ম পালনে এথেন্সে একাধিক মসজিদ দরকার। গ্রিসের স্বঘোষিত নাস্তিক ও উদারপন্থী প্রধানমন্ত্রী অ্যালেক্সিক সিপরাস বুধবার বলেছেন যে এথেন্সে একটি মসজিদ ও মুসলিম গোরস্তান তৈরি করা হবে। তবে পোড় খাওয়া মুসলিম নেতারা তার ঘোষণায় আস্থা রাখতে পারছেন না। গ্রিসের উত্তর-পূর্বাঞ্চলীয় বিপুলসংখ্যক মুসলিম অধ্যুষিত শহর কমোতিনির মুফতি ইব্রাহিম শেরিফ গত শুক্রবার বলেছেন যে গত বছর মসজিদ নির্মাণের ইস্যুটি আলোচিত হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো কোম্পানিকে নিয়োগ দেয়া হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এথেন্সে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ