Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান থেকে প্রশিক্ষণ বিমান কিনছে কাতার

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পারস্য উপসাগরীয় পরিষদের সদস্য দেশ কাতার উড়োজাহাজ চালনায় পাইলটদের প্রশিক্ষণের জন্য পাকিস্তানের কাছ থেকে কয়েকটি পিএসি সুপার মুশাক বিমান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত এক বিবৃতিতে পাকিস্তানের বিমানবাহিনী জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্সের ডেপুটি চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আরশাদ মালিক ও কাতার এয়ার একাডেমির কমান্ডার জেনারেল সালিম হামাদ আন-নাবিত চুক্তিতে সই করেন। তবে কাতার ঠিক কয়টি বিমান কিনছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি ওই বিবৃতিতে। পিএসি সুপার মুশাক হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্রে এমএফআই-১৭ এর চেয়ে অনেক বেশি উন্নত বিমান। মৌলিক প্রশিক্ষণের ক্ষেত্রে এর আলাদা চাহিদা রয়েছে। এ বিমান সম্পূর্ণভাবে পাকিস্তানের এরোনটিক্যাল কমপ্লেক্সে নিজস্ব নক্সায় তৈরি করা হয়েছে। ১৯৯৫ সালে এ বিমান প্রথমবারের মতো আকাশে ওড়ানো হয়। দোহা নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান থেকে প্রশিক্ষণ বিমান কিনছে কাতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ