মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলে দাবানলে কমপক্ষে দু’জন প্রাণ হারিয়েছে। এতে প্রায় একশ’ অবকাঠামো পুড়ে গেছে। গভর্নর তড়িঘড়ি করে রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। গত শুক্রবার কর্মকর্তারা একথা জানান। কর্তৃপক্ষ জানায়, কার্ন কাউন্টির লেক ইসাবেলা এলাকায় বৃহস্পতিবার শুরু হওয়া দাবানল গত শুক্রবার সন্ধ্যা নাগাদ প্রায় ৩০ হাজার একর জমিতে ছড়িয়ে পড়ে। কার্ন কাউন্টির দমকল বিভাগ টুইটারে এক বার্তায় দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু উল্লেখ করেনি। তারা জানায়, দমকল বাহিনীর কর্মীরা প্রবল বাতাসের মধ্যেই সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এ বাতাস তাদের কাজকে অনেকটা বাধাগ্রস্ত করছে। গভর্নর জেরি ব্রাউন দাবানল ছড়িয়ে পড়া অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি সেখানে দ্রুত ত্রাণ পাঠানোরও অনুমতি দেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দাবানলে ওই অঞ্চলের প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি পুড়ে গেছে। এটি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ওই এলাকা থেকে হাজার হাজার লোককে নিরাপদ স্থানে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।