Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িগঙ্গা থেকে ২৫ টন বর্জ্য অপসারণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বুড়িগঙ্গা নদী থেকে প্রায় ২৫ টন বর্জ্য অপসারণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। একই সময় নদীতীরের ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার সকাল থেকে নদীর তৈলঘাট, দক্ষিণ তীর এবং কেরানীগঞ্জের আলম টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে এই বর্জ্য অপসারণ করা হয়। বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা নদীবন্দর) এ কে এম আরিফ উদ্দিন সাংবাদিকরে এ তথ্য জানান। তিনি বলেন, নদীকে দূষণমুক্ত করতে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই অভিযান অব্যাহত থাকবে। নদীকে যারা দূষণ করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রাদ্রোহিতা মামলা হওয়া উচিত। বুড়িগঙ্গার এ পাশটি গার্মেন্ট ব্যবসায়ীরা যত জুট কাপড় ও নানা ধরনের ময়লা ফেলে নদীকে দূষিত করছে। বারবার পরিষ্কারের পরেও নদীতীর দূষণমুক্ত রাখা যাচ্ছে না।

আরিফ উদ্দিন জানান, চলমান অভিযানই বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে শেষবারের মতো পরিচ্ছন্নতা কার্যক্রম। এরপর নদীতে যারা ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। অভিযানে নদী তীরভূমি থেকে গার্মেন্টসের ঝুটসহ বিভিন্ন ধরনের ব্যবসায়ীক বর্জ্য অপসারণ করা হয়। একইসঙ্গে নদী তীরের ১০টি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় আলম মার্কেট ঘাটের পাশে কেরানীগঞ্জ আঞ্চলিক শাখা যুবলীগের অস্থায়ী কার্যালয় ভেঙে দেয়া হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুড়িগঙ্গা

২২ নভেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ