Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সখিপুরে গরু চুরি করতে গিয়ে বেধড়ক পিটুনির শিকার দুই চোর

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ৯:২৬ পিএম

টাঙ্গাইলের সখিপুরে পৌর ৫নং ওয়ার্ডে রবিবার সন্ধ্যায় গরু চুরি করতে গিয়ে বিক্ষুদ্ধ জনতা বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আহত দুই চোরের মধ্যে গুরুতর আহত একজনকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে,অপরজনকে সখিপুর থানায় রয়েছে ও আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌর ৫নং ওয়ার্ডে তিন গরু চোর মিলে একটি বাছুর সিএনজিতে তোলার সময় প্রত্যক্ষদর্শীদের সন্দেহ হওয়ায় তাদেরকে বেধড়ক পেটায় বিক্ষুদ্ধ জনতা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানা পুলিশ চোরদের নাম ঠিকানা নিশ্চিত করতে পারেনি। তারা একেক সময় একেক নাম বলছে। সখিপুর থানার এসআই আসাদুজ্জামান বলেন, একেক সময় একেক নাম বলার কারনে তাদের এলাকার ইউপি সদস্যদের মাধ্যমে প্রকৃত নাম উদঘাটনের চেষ্টা চলছে। উল্লেখ্য,গত কয়েকদিন যাবৎ সখিপুরে গরু চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ