Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে পুকুর খনন বন্ধ

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ৮:০৮ পিএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকারের হস্তক্ষেপে বন্ধ হলো পুকুর খনন। রোববার বিকেলে ৪ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার গোপন খবরের ভিত্তিতে উপজেলার রিশিকুল ইউনিয়নের কোশিয়া বিলে অভিযান চালায়।
জানা যায়, সেই বিলে প্রায় ২৫ বিঘার উপর জমি আইন অমান্য করে ফসলি জমি কেটে পুকুর খনন করছিলো।
এই অভিযানের সময় ওই প্রকল্পের ম্যানেজারপবা উপজেলার মেহের চন্ডী গ্রামের মৃত রবীন্দ্রনাথের ছেলে শ্রী বিশ্বনাথ সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, ফসলি জমি কেটে পুকুর খনন করতে কোর্টের অনুমতি থাকা লাগবে। এটা অমান্য করে কেউ পুকুর খনন করলে আইনি প্রক্রিয়া অব্যহত থাকবে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ