Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানবীর সা. ধারাবাহিক জীবনী

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

গোযওয়ায়ে যী কারাদ
ওরা পাহাড়ের সরু পথে প্রবেশ করলে আমি পাহাড়ের উপর উঠে পাথর নিক্ষেপ করতে লাগলাম। এমনি করে ক্রমাগত তাদের অনুসরণ করছিলাম। এক সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবগুলো উট নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলাম। এরপরও তাদের ধাওয়া অব্যহত রাখলাম। তারা তখন বোঝা হালকা করতে ৩০টি চাদর এবং ৩০টিরও বেশি বর্শা ফেলে রেখে সামনে অগ্রসর হলো। তারা যা কিছুই ফেলে যেতো আমি তার পাশে চিহ্ন স্বরুপ কয়েকটা পাথর জড়ো করে রাখতাম। আল্লাহর রসূল এবং তাঁর সঙ্গীদের চেনার সুবিধার্থে এরুপ করতাম। এরপর ওরা একটি ঘাঁটির সংকীর্ণ মোড়ে বসে দুপুরের খাবার খেতে লাগলো। আমিও এক জায়গায় বসলাম। ওদের মধ্যে ৪ জন আমার দিকে আসছিল। আমি তাদের কথা শুনতে পাচ্ছিলাম। আমি তাদের বললাম, তোমরা আমাকে চেনো? আমার নাম সালমা ইবনে আকওয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহানবীর সা. ধারাবাহিক জীবনী

১৫ ফেব্রুয়ারি, ২০১৯
২৭ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ