Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্বতন সরকারের সৃষ্ট সমস্যা সমাধান করতে চান মাহাথির

ইরানে মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লংঘন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

২০২০ সালের পরেও ক্ষমতায় থাকতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। কাতারের রাজধানী দোহা’য় দোহা ফোরামে যোগ দিয়ে তিনি এমনই ইঙ্গিত দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ২০২০ সালে পদত্যাগ করবেন? জবাবে মাহাথির বলেন, পদত্যাগ করার আগে প‚র্বের সরকারের সৃষ্ট সমস্যাগুলোর সমাধান করতে চান তিনি। এ সময় তিনি বলেন, তার উত্তরসুরি অর্থাৎ তার কাছ থেকে কে প্রধানমন্ত্রিত্ব নেবেন সে বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেন না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উল্লেখ্য, গত ১০ই ডিসেম্বর প‚র্ব নির্বাচনী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মাহাথির। বলেন, প্রধানমন্ত্রিত্বের বাকি অর্ধেক সময় তিনি হস্তান্তর করবেন রাজনৈতিক জোটের আনোয়ার ইব্রাহিমের হাতে। আনোয়ারের বিরুদ্ধে নতুন করে সমকামিতার অভিযোগ উঠা সত্তে¡ও তিনি তার কাছে ক্ষমতা দেয়ার কথা বলেন। তিনি আরো প্রতিশ্রুতি দেন যে, ২০২০ সালের নভেম্বরে মলেয়েশিয়ায় অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোÐঅপারেশনের সম্মেলনের পরে ক্ষমতা হস্তান্তর করতে পারেন। ২০১৮ সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন মাহাথির মোহাম্মদ। এ সময়ে তিনি জোট গঠন করেন আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। তাদের মধ্যে বোঝাপড়া হয় ক্ষমতার অর্ধেক সময় প্রধানমন্ত্রী থাকবেন মাহাথির। বাকি অর্ধেক আনোয়ার ইব্রাহিম। অপর এক খবরে বলা হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞাগুলোকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লংঘন হিসেবে অভিহিত করেছেন। শনিবার কাতারে এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি ওয়াশিংটনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে এ সুস্পষ্ট অবস্থান নেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার পুনর্বহালকে মালয়েশিয়া সমর্থন করে না। এ নিষেধাজ্ঞাগুলো স্পষ্টতই জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লংঘন। জাতিসংঘই কেবল তার সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে (কারো ওপর) নিষেধাজ্ঞা দিতে পারে,” বলেছেন ৯৪ বছর বয়সী এ প্রধানমন্ত্রী। মার্কিন এ নিষেধাজ্ঞার ফলে মালয়েশিয়া এবং অন্যান্য দেশ ‘বড় একটি বাজার হারিয়েছে’ বলেও মন্তব্য করেন মাহাথির। ‘দোহা ফোরাম’ নামের এ আন্তর্জাতিক সম্মেলনে কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানিও উপস্থিত ছিলেন। রয়টার্স, পার্সটুডে।



 

Show all comments
  • shakil ১৫ ডিসেম্বর, ২০১৯, ১০:৩০ পিএম says : 0
    nice
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ