Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনম্র শ্রদ্ধায় বগুড়ায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ৫:৫৫ পিএম

বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বগুড়ায় পালিত হল শহীদ বুদ্ধিজীবী দিবস। জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ,জেলা বিএনপি বগুড়া প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে। সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা জেলা প্রশাসক ফয়েজ আহামদের সভাপতিত্ব বক্তব্য রাখেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা,জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।

বেলা১১ টায় আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা সংগঠনের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্ব বক্তব্য রাখেন - জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, টি জামান নিকেতা, তোফাজ্জল হোসেন দুলু, আবুল কালাম আজাদ, এড. মকবুল হোসেন মুকুল, এড. আমানুল্লাহ, শাহ আব্দুল খালেক, মঞ্জুরুল আলম মোহন প্রমুখ।

জেলা বিএনপি শনিবার সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের এই দিনে পাকি¯তানি হানাদার বাহিনী আমাদের দেশকে যারা পুনর্গঠন করবে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নেতা রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর হেনা
সকালে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন আব্দুল মোত্তালেব মানিক।

সন্ধ্যায় শহীদ খোকন পার্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ্উদ্যেগে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী । প্রধানঅতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। বক্তব্য রাখেন জোটের নেতা এইচ আলিম, রবিউল আলম,আসাদ হোসেন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুদ্ধিজীবী দিবস

১৫ ডিসেম্বর, ২০২১
১৪ ডিসেম্বর, ২০২১
১৪ ডিসেম্বর, ২০২০
১৪ ডিসেম্বর, ২০১৯
১৪ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ