Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধার

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:৫২ পিএম

ফরিদপুরে নিখোঁজের পরদিন প্রতিবন্ধী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহরের দক্ষিণ কালীবাড়ি মহল্লার পিয়ন কলোনির পরিত্যক্ত জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রতিবন্ধী ওই কিশোরীর নাম ফাতেমা বেগম। তার বাবার নাম এলাহী শরিফ। এলাহী শরিফ রিকশা চালানোর পাশাপাশি সোনালী ব্যাংকের এটিএম বুথের গার্ড হিসেবে কাজ করেন। তিন মেয়ের মধ্যে ফাতেমা বড়। ফাতেমা জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। ওই কিশোরী বাবার সঙ্গে শহরের রাজেন্দ্র কলেজ সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতো।

ওই কিশোরীর বাবা এলাহি শরিফ জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকাল ও দুপুরে কিশোরীর সন্ধান দেয়ার জন্য শহরের মাইকিং করা হয়। জানানো হয় ফরিদপুর কোতোয়ালী থানায়। শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে।

ফরিদপুর কোতয়ালী থানার এসআই জাকির হোসেন জানান, ওই কিশোরীর গলায় কাপড় পেঁচানো ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ