Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি ২০ জুলাই থেকে

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : টি-২০ বিশ্বকাপ শেষে দেশে ফিরে আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ দল। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকায় সকল তারকার অংশগ্রহণে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ হয়েছে অনুষ্ঠিত। আগামী আগস্টে ভারত সফরের কথা থাকলেও সেই সফরটি হয়েছে বাতিল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়ছে বাংলাদেশ দল। ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর দিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রত্যাবর্তন। গত মার্চের পর লম্বা ছুটি কাটিয়ে কোচিং স্টাফ কাজে দিয়েছেন যোগ। ঈদের ছুটির পর ব্যস্ততা বাড়ছে তাদেরও। ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে আগামী ২০ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। কন্ডিশনিং ক্লাম্প দিয়ে শুরু হবে অনুশীলন। গতকাল আজ এ বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য প্রধান নির্বাচকের দায়িত্ব গ্রহণ করা জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। ক্যাম্প শুরুর আগে প্রাথমিক দল ঘোষণা করবেন নির্বাচকমন্ডলী।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি ২০ জুলাই থেকে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ