Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮ এএম

: প্রথমে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। এরপর ঝড় তেলেন বিরাট কোহলিও। তিন ফিফটিতে রানের পাহাড় গড়ে ভারত। ২৪০ রান তাড়ায় শিমরন হেটমায়ার (৪১) ও কাইরন পোলার্ডের (৬৮) ব্যাটে চড়ে ৮ উইকেটে ১৭৩ রান পর্যন্ত টেনে নিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে তা ব্যবধানই কেবল কমিয়েছে। গতপরশু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোহলিদের জয়টি ৬৭ রানের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ভারত জিতেছে ২-১ ব্যবধানে।

দুই বছর পর খেলতে নেমে আলো ছড়িয়েছেন মোহাম্মদ শামি। এই পেসারের মতো দুটি করে উইকেট নিয়েছেন দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার। রিস্ট স্পিনার কুলদীপও নিয়েছেন ২টি। দারুণ ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন রাহুল। সিরিজ সেরা কোহলি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিজ ভারত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ