Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইমসের বর্ষসেরা ব্যক্তিত্ব গ্রেটা থুনবার্গ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ৫:১১ পিএম

পরিবেশ আন্দোলনে বিশেষ অবদান রাখায় মার্কিন সাময়িকী ‘টাইমস ম্যাগাজিনের’ এবারের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ। গত বুধবার বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে তার নাম ঘোষণা করে টাইমস কর্তৃপক্ষ। গ্রেটা হলেন টাইমসের বর্ষসেরা তালিকায় স্থান পাওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তিত্ব। খবর রয়টার্স।

৯৬ বছরের পুরনো বিশ্বের অন্যতম প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিনের এবারের প্রচ্ছদ করা হয়েছে গ্রেটা থুনবার্গের ছবি দিয়ে। এতে লেখা হয়েছে, ‘গ্রেটা থুনবার্গ, দ্য পাওয়ার অব ইয়ুথ’।

টাইম ম্যাগাজিনের সম্পাদকীয়তে বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ঠ হয়ে উঠেছেন গ্রেটা থুনবার্গ।

১৬ বছরের কিশোরী গ্রেটা থুনবার্গ ‘ফ্রাইডেস ফর ফিউচার’ স্লোগানে প্রতি শুক্রবার পরিবেশ আন্দোলন করে আলোচনায় এসেছেন। সদ্য অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম সাধারণ অধিবেশনে অধিবেশনেও পরিবেশ আন্দোলনের পক্ষে জোরালো বক্তব্য রেখে সারা বিশ্বজুড়ে পরিচিতি পান গ্রেটা থুনবার্গ।১৬ বছর বয়সী সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ ২০১৮ সালের আগস্টে স্কুল পালিয়ে নিজ দেশের পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জোরালো পদক্ষেপ নিতে হবে’- এমন দাবি তুলে প্রথমবার শিরোনাম হন তিনি। আসেন সবার নজরে। তারপর থেকে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। কয়েকদিন আগে জাতিসংঘ সদর দপ্তরের সামনে দাঁড়িয়েও প্রতিবাদ জানিয়েছেন গ্রেটা।

পরিবেশ রক্ষায় সুইডিশ এ কিশোরী হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম দাপুটে কণ্ঠস্বর। এ কারণে তাকে ইতোমধ্যে ‘নেক্সট জেনারেশন লিডার’ হিসেবে অ্যাখ্যা দিতে শুরু করেছেন অনেকে। গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে জলবায়ু বিষয়ক অধিবেশনে অংশ নেন গ্রেটা থুনবার্গ। সেখানে দেওয়া তার বক্তব্য আলোড়ন সৃষ্টি করে বিশ্বজুড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষসেরা ব্যক্তিত্ব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ