গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানিতে উভয়পক্ষের মোট ৬০ জন আইনজীবী উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন আপিল বেঞ্চ। এরমধ্যে খালেদা জিয়ার পক্ষে ৩০ জন এবং রাষ্ট্রপক্ষে ৩০ জন আইনজীবী থাকার কথা বলেছেন প্রধান বিচারপতি।
আজ সকাল ৯টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ এজলাসে প্রবেশ করেন। এরপর কার্যসূচি অনুযায়ী যথারীতি ১১ তম আইটেম শেষ করেন। ১২ তম আইটেম খালেদা জিয়ার জামিন শুনানি।
এ সময় বিপুল সংখ্যক আইনজীবী এজলাস কক্ষে উপস্থিত ছিলেন। তিনি বলেন, প্রত্যেক পক্ষে ৩০ জন করে মোট ৬০ জন আইনজীবী উপস্থিত থাকবেন। এ নির্দেশ দিয়ে তিনি এজলাস কক্ষ ত্যাগ করে।
তবে এতে আপত্তি জানান উভয়পক্ষের আইনজীবীরা। বিএনপিপন্থি আইনজীবীরা বলেন, আজকে আমাদের শুনানি, তাই আমরা থাকতেই পারি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।