Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহায়তা চান ব্রেইন স্ট্রোকে আক্রান্ত প্রবাসী বাংলাদেশি

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

দেশের অর্থনীতির চাকা যেসব রেমিট্যান্স যোদ্ধাদের মাধ্যমে গতিশীল হচ্ছে, তাদের মধ্যে আরব আমিরাত প্রবাসী এমন একজন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে আবুধাবীর ক্লিভল্যান্ড হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার নাম কাজী কামালউদ্দিন। বাবার নাম মৃত কাজী নূর মোহাম্মদ। বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১ নং ওয়ার্ড রঙ্গিপাড়ার পশ্চিম দেওয়ান নগর গ্রামে। আগের চেয়ে তার চিকিৎসায় কিছুটা অগ্রগতি হলেও ডাক্তারদের পরামর্শ মতে তার এখন পারিবারিকভাবে পর্যাপ্ত সেবা খুবই প্রয়োজন। এ অবস্থায়, কাজী কামালউদ্দিনের দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয় নির্বাহের পাশাপাশি দেশে পাঠাতে প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা। কিন্তু হতদরিদ্র পরিবারের কামালউদ্দিনকে কে দেবেন বা কোথায় পাবেন এতো টাকা? হয়তো কামালউদ্দিনকে মানবিক সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সুস্থ-সুন্দর জীবন-যাপনে ফিরে আনার প্রচেষ্টায় এগিয়ে আসবেন কোন সুহৃদয়বান ধনাঢ্য প্রবাসী ব্যক্তিদ্বয় বা বিভিন্ন সামাজিক সংগঠন। এখন এমন প্রত্যাশার প্রহরই গুনছেন তার পরিবার-পরিজন ও প্রবাসীরা।

জানা গেছে, ভাগ্যের পরিবর্তন ঘটাতে ১২ বছর আগে আরব আমিরাতে আসেন কাজী কামালউদ্দিন। দেশটিতে আসার পর থেকে তার জীবনযাপন ভালোভাবেই চলে আসছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গত পাঁচ মাস আগে হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর দূর্যোগ নেমে আসে এই রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীর জীবনে। অপরদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিটি দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় ধরে হাসপাতালের বিছানায় শয্যায় থাকায়, নিঃস্ব হয়ে পড়েছেন দেশে থাকা তার পরিবারের সদস্যরাও। এমনকি, গত এই ৫ মাস আবুধাবীতে ভগ্নিপতির দেখভাল করতে গিয়ে নিজের চাকরীটিও হারিছেন বলে ইনকিলাবকে জানালেন কাজী কামালউদ্দিনের শ্যালক মোরশেদ আলম। তিনি বলেন, কাজী কামালউদ্দিনের দীর্ঘ মেয়াদি চিকিৎসা ব্যয় নির্বাহের পাশাপাশি তাকে দেশে পাঠাতে প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। যা কামালের হতদরিদ্র পরিবারের পক্ষে কোনভাবেই সম্ভব নয়। এমতাবস্থায়, বাংলাদেশ দূতাবাস, বিত্তবান ও আমিরাতস্থ বাংলাদেশি বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতা চেয়েছেন তার পরিবার ও প্রবাসীরা। যারা কামালকে সহযোগিতা করতে চান তারা যোগাযোগ করতে পারেন। মোহাম্মাদ মোরশেদ আলম (কাজী কামালউদ্দিনের শ্যালক) ৯৭১৫৬৯৬৭৭৫১২ ও রাজু (রিয়াদ) ০০৯৭১৫৫৭৫২১৪১৫ আবুধাবী, আরব আমিরাত।

 

 

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রেইন স্ট্রোক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ