Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগাড়ায় মাটি লুট!

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে ফসল বিনষ্ট করে রাতে-দিনে ট্রাকে করে মাটি লুটের অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অসংখ্য মামলার আসামি বাদশা খালেদের নেতৃত্বে সাধারণ কৃষকের ফসল ধ্বংস করে বুলডোজারে মাটি কেটে নিয়ে যাচ্ছে সন্ত্রাসী চক্র। গত ৪ ডিসেম্বর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে গেলে সন্ত্রাসীদের আক্রমণে রক্তাক্ত আহত হন সরকারি দুই কর্মচারী। পরদিন পুলিশ দুটি ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করার দুই ঘণ্টা পরই ১৫টি ট্রাক নিয়ে ফের মাটি লুট শুরু করে এসব সন্ত্রাসীরা। এখন রহস্যজনক কারণে প্রশাসন নীরব থাকায় নির্বিচারে মাটি লুট চলছে। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন কাজের জন্য মাটি লুট করা হচ্ছে বলে জানান তিনি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাটি লুট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ