রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে নদী ও নদীর তীর কেটে অবৈধভাবে মাটি লুটের অপরাধে দুইজনকে জেল-জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুম আহমেদ তাদের সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন বি.বাড়িয়া জেলার শৈলপুরা গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে আলামিন ও কুষ্টিয়া জেলার পুরাতন কুষ্টিয়া গ্রামের আবুল কালামের ছেলে মো. আল ইমরান। জানা গেছে, দীর্ঘদিন ধরে মির্জাপুর থানার বিভিন্ন স্থান থেকে মাটি লুটেরারা নদী ও নদীর তীর কেটে নদীর অবকাঠামো ধ্বংস করে দিনে-রাতে ভেকু মেশিন ও ড্রাম ট্রাক দিয়ে মাটি লুট করছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ উপজেলার গোড়াই এলাকায় নদী থেকে মাটির লুটের সময় হাতেনাতে তাদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আলামিনকে এক মাসের বিনাশ্রম কারাদ- ও আল ইমরানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন সাজাপ্রাপ্ত একজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের ১০১তম বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা, অনুষ্ঠানের আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. নান্নু মিয়া, সাইদুর রহমান খান (বাবুল), মো. শামীম আল মামুন, জিন্নাত পারভীন, প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।