বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে এজাজ আকনের সাথে সাহেবালী মাতুব্বরের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই প্রতিপক্ষের হামলায় কয়েক মাস আগে নিহত হয় সাহেবালী মাতুব্বর। সাহেবালী হত্যা মামলার আসামি সম্প্রতি জামিনে বের হয়। এরপর আবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মঙ্গলবার রাতে এই ঘটনার জের ধরেই দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিহত সাহেবালী মাতুব্বরের সমর্থক ইলিয়াস মাতুব্বর, মনু মোল্লা, ফারুক মাদবর, হানিফ মাদবর, রাজিব মাদবরসহ কমপক্ষে ৭ জন আহত হয়। নিহত সাহেবালী মাতুব্বরের ছেলে পান্নু মাতুব্বর বলেন, আসামি জামিন পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে। আমাদের ওপর হামলা করেছে। আমরা এর বিচার চাই। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, এই ঘটনায় পুলিশ এলাকা পরিদর্শন করেছে। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।