Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুস্তাফিজ-সঞ্জিতে দিশেহারা কুমিল্লা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ৭:৪৯ পিএম

শুরুতে কুমিল্লাকে যেই চাপে ফেলেছিলেন নবী-মুস্তাফিজ, সেই চাপ ধরে রেখেছে রংপুর। সঞ্জিতের দুই উইকেট ও মুস্তাফিজের কিপটে স্পেলের দুই উইকেটে দিশেহারা কুমিল্লা। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার ভীড়ে সানাকা ০ ও আকন ১ রানে অপরাজিত আছেন।

স্কোর : কুমিল্লা ১৩ ওভারে ৫ উইকেটে ৮৬ রান।

নবী-মুস্তাফিজে শুরুতেই চাপে কুমিল্লা

টস জিতে ব্যাটিং নিয়ে ইনিংসের প্রথম বলেই রংপেুর অধিনায়ক মোহাম্মদ নবীর বলে বোল্ড হয়ে ফেরেন ইয়াসির আলি। এরপর ষষ্ঠ ওভারে মুস্তাফিজ আক্রমণে এসে প্রথম বলেই ফেরান সৌম্যকে। এরপর রাজাপাকসেকে ফিরিয়ে দেন সঞ্জিত। মালান ও সাব্বির ব্যাটিংয়ে আছেন।

স্কোর : ৮ ওভারে ৩ উইকেটে ৫০ রান।

টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা

মাঠের লড়াই শুরু হয়ে গেছে দুপুরেই। উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারকে ৫ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আজ বুধবার একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ওয়ারিয়র্স ও সাবেক চ্যাম্পিয়ন রংপুর রেঞ্জার্স ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু বিপিএল : রংপুর-কুমিল্লা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ