Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ভেঙ্গে গুড়িয়ে দেয়া হলো ২টি অবৈধ ইটভাটা

নাচোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ৬:৪৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০ হাজার টাকা জরিমানাসহ এসকেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে ২টি অবৈধ ইটভাটা। গতকাল বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল ও নাচোল থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নাচোল পৌর এলাকার “সম্পা ব্রিকস্” এবং “খান ব্রিকস্” নামে ২টি অবৈধ ইটভাটা এসকেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে সম্পা ব্রিকস্ এর মালিক আমিরুল ইসলাম এবং খান ব্রিকস্ এর মালিক শরিফ খানকে পৃথক পৃথক ভাবে ১০ হাজার করে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। এসময় পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক মামুনুর রশিদ ও নাচোল থানার এসআই আব্দুর রউফ এর নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক মামুনুর রশিদ জানান, জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকার আমিরুল ইসলাম ও একই এলাকার শরিফ খানের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন থেকে অবৈধভাবে নাচোল পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার শিবপুর শিয়ালা মহল্লায় ইটভাটা পরিচালনা করে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটার দুই মালিককে ১০ হাজার করে ২০ হাজার টাকা দণ্ড প্রদানসহ এসকেভেটর দিয়ে অবৈধ ইটভাটা দুটি গুড়িয়ে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ