গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে চট্টগ্রামের পলাশী দিবস স্মরণ পরিষদের উদ্যোগে ‘বাংলার স্বাধীনতার পতনে নব্য মীরজাফর’ শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার মাওলানা মুনিরুল মান্নান আল মাদানীর সভাপতিত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মঈনুদ্দিন আহমদ খাঁন। প্রধান বক্তা ছিলেন ড. আবু বকর রফিক। বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেন, মো: এরশাদ উল্লাহ, প্রিন্সিপ্যাল জাহাঙ্গীর আলম, জাকের উল্লাহ, লায়ন সি এস সিদ্দিকী সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, এম এম আবুল আব্বাস কাদেরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট আবদুল আজিজ।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক বদর যুদ্ধ ও পলাশী দিবস তথা বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌল্লাহর ২৫৯তম শাহাদাত বার্ষিকী আমাদেরকে আবারও মীর জাফরের কথা স্মরণ করিয়ে দেয়। বক্তারা বলেন, মীর জাফরদের বেঈমানী ও বিশ্বাসঘাতকতার কারণে বাংলার স্বাধীনতা আগ্রাসী শক্তির কুক্ষিগত হয়েছিল। কিন্তু বাংলার জনগণ ঐক্য সংহতি ও দুর্বার আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা পুনরুদ্ধার করেছে। বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে মীর জাফরের ভূমিকায় যারা রয়েছে তাদেরকে বাংলার জনগণ আঁস্তাকুড়ে নিক্ষেপ করতে বাধ্য হবে। বক্তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার নিশ্চিত করার আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।