Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিঠুনের ব্যাটে এগুচ্ছে সিলেট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ২:৩১ পিএম | আপডেট : ২:৩২ পিএম, ১১ ডিসেম্বর, ২০১৯

শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদারের পতণের পর ঝড় তুলেছিলেন আরেক ওপেনার জনসন চার্লস (৩৫)। তাকে ফেরানোর পর চ্ট্গ্রামের অধিনায়ক রায়াদ এমরিত তুলে নেন লঙ্কান অলরাউন্ডার জীবন মেন্ডিসকে (৪)। তারপর মিঠুন-মোসাদ্দেক জুটিতে এগিয়ে যাচ্ছে সিলেট। মিঠুন ৪৬ ও মোসাদ্দেক ৫ রানে অপরাজিত আছেন।
দলীয় সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৯ রান।
প্রথম উইকেট রুবেলের
জমকালো উদ্বোধনের দু’দিন পর শুরু হয়েছে মাঠের লড়াই। সেই লড়াইয়েও জৌলুস ধরে রেখেছেন ক্রিকেটাররা। তবে চার-ছক্কার টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম ম্যাচের শুরুতে দাপট দেখালেন এক বোলার। এবারের বিশেষ ‘বঙ্গবন্ধু’ বিপিএলের প্রথম উইকেট শিকারি বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন।
আজ বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হওয়া সপ্তম আসরের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি সিলেট থান্ডার। টস জিতে বোলিং বেছে নেয়া চট্টগ্রামকে শুরুতেই সুফল এনে দেন রুবেল।
নিজের প্রথম ওভার করতে এসেই চতুর্থ বলে রনি তালুকদারকে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের তালুবন্দি করান তিনি। একটি চারে রনির করা ৫ রানই তখন চট্টগ্রামের দলীয় সংগ্রহ।
তবে এরপর চট্টগ্রামের বোলারদের উপর চড়াও হন আরেক ওপেনার জনসন চার্লস। ঝড়ো ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে সিলেটকে কক্ষপথে ফিরিয়ে ফিরে গেছেন তিনিও। বাংলাদেশি বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বলে বোল্ড হবার আগে ২৩ বলে ৭টি চারে এই ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান খেলেন ৩৫ রানের ঝলমলে এক ইনিংস।
৮ ওভার শেষে ২ উইকেট হারানো সিলেটের সংগ্রহ ৫৮। মোহাম্মদ মিঠুন ব্যাটকরছেন ১৩ রান নিয়ে। ২ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন লঙ্কান জীবন মেন্ডিস।
একই ভেনুতে সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই হেভিওয়েট দল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ওরিয়র্স ও রংপুর রেঞ্জার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু বিপিএল : সিলেট-চট্টগ্রাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ