বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহাসড়কে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেতলে যাওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর হাটের অদূরে পদ্মপুকুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাত ওই যুবক কোনো যানবাহনের চাপায় মারা যান। এরপর তার লাশের ওপর দিয়ে অসংখ্য যানবাহন যাতায়াত করে। এ কারণে লাশ থেতলে যায় এবং মহাসড়কে হাড় ও মাংস পড়ে থাকে। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে লাশের খণ্ডগুলো উদ্ধার করে মর্গে পাঠায়।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জানান, হাড়-মাংসের সঙ্গে নীল চেক শার্ট ও লুঙ্গি পাওয়া গেছে। যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেতলে যাওয়ায় লাশ চেনা কষ্টকর হয়ে পড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।