Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন সভাপতি মহসীন সাধারণ সম্পাদক মীরু

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০১৬-১৮ সেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে এ কে এম মহসীন এবং সাধারণ সম্পাদক পদে মীর আহমেদ মীরু পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনটির নিজ কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের চিফ ফটোগ্রাফার ইকবাল হাসান নান্টু।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক স্বপন দাস গুপ্ত। তাকে সহযোগিতা করেন সাংবাদিক হাসান হাফিজ। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সমিতির ৯৪ জন ভোটার ভোট প্রয়োগ করেন।
কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেনÑশরীফ সারওয়ার (সহসভাপতি), যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হলেনÑমতিউর সেন্টু, ইদ্রজিৎ কুমার ঘোষ, কোষাধ্যক্ষ পদে নাসিম শিকদার, সাংগঠনিক সম্পাদক পদে মোবারক হোসেন, প্রচার সম্পাদক পদে বাবুল তালুকদার, দপ্তর সম্পাদক রফিকউদ্দিন এনায়েত এবং সাংস্কৃতিক সম্পাদক পদে মুঈদ খন্দকার নির্বাচিত হয়েছেন। এছাড়া আরো নির্বাহী সদস্যরা হলেনÑগোলাম মোস্তফা, এম মিজানুর রহমান খান, ইয়াসিন বাবুল, আবদুল আলিম ভূঁইয়া শাহিন, খোরশেদ আলম চৌধুরী রিংকু, আবদুল আজিজ ফারুকী ও সালাহউদ্দিন টিটু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন সভাপতি মহসীন সাধারণ সম্পাদক মীরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ