গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
খুলনা ব্যুরো : খুলনা রেলস্টেশন এলাকা থেকে গতকাল (শুক্রবার) সকালে ৮৩ হাজার চকলেট বোমাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আলম তাজ (৪৫) নগরীর জোড়াগেটের মন্টু কলোনী বস্তির মৃত সেকান্দার আকনের ছেলে। এ ঘটনায় খুলনা থানায় মামলা হয়েছে।
র্যাব কর্মকর্তা লেঃ এএমএম জাহিদুল কবীর জানান, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে খুলনা রেলওয়ে স্টেশনের ওয়াশসিড কর্মচারী ব্যারাকের সামনে থেকে ৮৩ হাজার ২০ পিস চকলেট বোমাসহ আলমতাজকে গ্রেফতার করা হয়। জব্দকৃত চকলেট বোমার আর্থিক মূল্য এক লাখ ১৫ হাজার টাকা। সে ভারত থেকে অবৈধ পথে বেনাপোল হয়ে খুলনাঞ্চলে বিক্রির জন্য এ ক্ষুদ্রাকৃতির বোমা নিয়ে এসেছে বলে জানিয়েছে র্যাবকে। খুলনার বড়বাজারের ব্যবসায়ী মমতাজ ও সাজুর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ এ অবৈধ ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছেন ওই র্যাব কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।