মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার নৌবাহিনী পরিচালিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান নেভি ক্যাডেটসের (এএনসি) সদস্যরা ধর্ষণ ও অন্যান্য যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। যৌন হয়রানি পর্যালোচনায় গঠিত অস্ট্রেলিয়ার নৌ বাহিনীর এক বিশেষ কমিশনের কাছে এক নারী ক্যাডেট অভিযোগ করেছেন তাকে জোরপূর্বক যৌন সম্পর্ক প্রতিষ্ঠায় বাধ্য করা হতো। বাধ্য করা হতো পরস্পরকে ধর্ষণ করতে। একজন ইন্সট্রাকটরের সঙ্গে যৌন সম্পর্কের ধারাবাহিকতায় আত্মহত্যা করা এক নারীর পূর্ণাঙ্গ তথ্যও হাতে পেয়েছেন তারা। এদিকে কয়েকজন সাবেক নৌসদস্য কমিশনকে জানিয়েছেন, মাঝরাতে মাঠে নিয়ে গিয়ে তার ওপর যৌন নিপীড়ন চালানো হয়েছে। আরেকজন ১৫ বছর বয়সী নারী ক্যাডেট একজন ইন্সট্রাকটরের সঙ্গে যৌন সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে কমিশনকে জানিয়েছেন, যৌন হয়রানির শিকার হতে অস্বীকৃতি জানালেই তাকে ভয় দেখানো হতো। এমনি করে আরও অনেকে বিভিন্নভাবে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছেন। ইন্ডিপেনডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।