Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষ্ণাঙ্গ হত্যা মামলা থেকে খালাস বাল্টিমোর পুলিশ

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে কৃষ্ণাঙ্গ আমেরিকান ফ্রেডি গ্রে’কে খুনের অভিযোগে দায়ের হওয়া মামলা থেকে খালাস পেয়েছেন পুলিশ কর্মকর্তা সিজার গুডসন। বিচারে কোনও অপরাধের অভিযোগেই গুডসন দোষী সাব্যস্ত হননি। বিচারক ব্যারি উইলিয়ামস বাল্টিমোরের সিটি সার্কিট আদালতে বিচারের রায় দেন। পুলিশের হেফাজতে থাকাকালীন ফ্রেডি গ্রে’র মৃত্যু হয়। গত বছর এপ্রিলে পুলিশ ভ্যানের ভেতর হাতকড়া পরানো গ্রে ঘাড়ে আঘাত পেয়ে মারা যান। তার মৃত্যুর  প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ এবং এক পর্যায়ে তা সহিংস হয়ে উঠে। গুডসন ছিলেন ওই পুলিশ ভ্যানের চালক। তার বিরুদ্ধে নরহত্যার আরও তিনটি অভিযোগ আছে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যাপ্রচেষ্টা, নির্যাতন এবং অফিসে অসদাচরণেরও অভিযোগ আছে। গ্রে হত্যার ঘটনায় অভিযুক্ত ছয় পুলিশের মধ্যে গুডসনের বিরুদ্ধেই সবচেয়ে মারাত্মক অভিযোগ ছিল। কিন্তু এর সবগুলো থেকেই খালাস পেয়েছেন তিনি। আদালতে অপরাধের প্রমাণ হাজির করতে ব্যর্থতার কারণে তাকে খালাস দেওয়া হয়েছে বলে জানান বিচারক। তিনি বলেন, গ্রে আঘাত পেয়েছে বা তার চিকিৎসা দরকার তা গুডসন যে জানতেন এটি আদালতে প্রমাণ হয়নি। বাল্টিমোরের স্টেট অ্যাটর্নির অভিযোগ ছিল, পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় ঘাড়ে আঘাতজনিত কারণে ফ্রেডি মারা গেছেন। এসময় তাকে সিট বেল্ট দিয়েও বাঁধা হয়নি। পুলিশ ভ্যানের ভেতরে গ্রে কে হাতকড়া ও পায়ে শেকল পরানোর কারণেই তিনি ওই আঘাত পান। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষ্ণাঙ্গ হত্যা মামলা থেকে খালাস বাল্টিমোর পুলিশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ